চুনখসা ঘরের বারান্দাটা ধূলো মেখে
স্থাবর চোখে নি:শ্চল;
জঙ্গম চাহনিতে অনিমেষ দোদুল্যমান
গুটিকতক মানব মুর্তি।
অবকাশ নেই তদারকির।
ফ্যকাসে কবেকার পান্ডু বর্নের ফুল জুটেছে
তাদের কপালে।


সব রঙ নি:শেষ করে
নবজাগরণের ক্লান্ত পথিক,
মুক্তিপথের অগ্রদুত।
ধূলি ধুসর ফ্রেমে জেগে থাকে বোবা চেতনাতে,
অবশ মনে "দিল্লি চলো","তোমরা অামাকে রক্ত দাও",
"করেঙ্গ ইয়ে মরেঙ্গে" ধ্বনি গুলো অকেজো করে
স্বার্থ সিদ্ধিতে মগ্ন এই সমাজ।


অবশেষে সব রঙ নিভে গেলেও
মোদের অন্ত;স্থলে বিরাজিত হউক
বিনম্র শ্রদ্ধা...
চরনপদকমলেষু হে মহান!
মন্দ্রিত হউক দিকে দিকে মহা মানবের অমর
বলিদান।