চোখের রেখা অস্তমিত যখন বাল্যবেলা।
তোমার কন্ঠে জাগলো বাউল ছন্দে একতারার সুরেলা।
তোমার চোখে নেইকো ছবি নেইকো ধরার পট।
অবশ চোখে তাকাও দুরে পাওনা কোনো তট।


দু:খ ভরা অভাব তোমার নেইকো দেখার কেউ।
বুকের ভেতর উঠছে জেগে কেমন লাগে সমুদ্রের ঢেউ।
গগন তলে সোনার ছবি কেমনে করো উপলব্ধি।
তোমার প্রানে জাগবে কিসে হবে সকল সিদ্ধি।


মনে মনে চলে যাও কোন সুদুরে...
মনের কথা মনে রেখে থাকো অনাদরে।
পথের সাথে বন্ধু করে জ্বালাও মনের বাতি।
তোমা দেখে হই যে অবাক জাগি সারা রাতি।


মন টা তোমার অতল স্পর্শি রবির মতো বদান্য।
গানের সুরে বাজাও বেনু নও তো তুমি সামান্য।
মনের চক্ষু মেলে জ্বালাও তুমি হাজার বাতি।
অন্ধ কানাই নামে তুমি মোদের কাছে থাকো পরিচিতি।