এই উজ্জ্বল দিনটা,
এই উত্সব মুখর ঘনঘটা প্রানটা,
হতাশের দলে ডিগবাজি দিতে দিতে
থমকে গেল।
গোবর পোকার মতো হামা দিতে দিতে
নি:শেষ হলো সব রঙ,
দুর্গন্ধ ঘামের তকমা পেতে পেতে
সব নিরাশার কাক জলে ডুবে গেল।


জানি সব অন্ধকার,
স্তব্ধতা ঘিরবে অক্টোপাসের মতো।
মুখোমুখি বসিবার মাটি যাবে সরে।
কোথাও নেইকো স্বাধিকার,
শুধু মহামারি জেগে থাকবে তেল রঙের
প্রতিচ্ছবি তোলার জন্য।


একরাশ প্রত্যাশা ঘুর্নবাতের মতো ধাক্কা খেতে খেতে
ভারত মহাসাগরে নিশ্চিহ্ন হবে।