একবার মাটির দিকে তাকাও।
মেখে নাও ধুলো বালি সারা দেহ মনে।
সোন্দা গন্ধে মাতাল হও,
বারি ঝরার মন্ত্র এনে ভেজাও তনুমন।
ফসল ফলানোর গানে মুখরিত করো দিগ্বিদিক...
ফসল ফলানোর মন্ত্র ভুলে যেও না,
না হলে এ মাটি তোমার কাছে মরুভূমি তো হবেই।


একবার মাটির দিকে তাকাও।
উচ্চারণ করো "এ মাটি সোনার মাটি"।
সোনা ফলানোর মন্ত্রে শপথ নাও,
মাটি মা'এর খাটি সন্তান হও।


একবার মাটির দিকে তাকাও।
ভালোবাসার কর্ষণে উর্বর করো সবুজ প্রাণ।
তরুলতার বুকে দিও শক্ত জমি,
সবুজ ঘাসের দেশ করো রচনা।
মাটির বুকে কান পেতে রও শিশিরের শব্দ শুনতে।
সূর্যের প্রখর তাপ প্রতিরোধ করে
বুক ফাটা বেদনা প্রশমিত করো।


হে মাটি তোমার বুকের স্নেহকনা গুলি,
প্রাণে বাজুক মেঘমল্লার রাগ।
তোমার বুকে জেগে থাকুক
জলভরা শ্রাবণের মেঘ।


একবার মাটির দিকে তাকাও।
এনো ফাল্গুনী রাতের রুপোলি পর্দা।
বিছাও মখমলের শয্যা।