ছেলেটা কথা না শুনলে
বলবে সবাই,
বাজলো বুঝি বারোটা।


এগজামিনে রেজাল্ট খারাপ হলে
বলবে সবাই,
বাজালো বুঝি বারোটা।


খারাপ কাজ করলে পরে
প্রতিপক্ষ বলবে তাকে,
বাজাবো তোর বারোটা।


বেলা কেটে সূর্যদেব মাথাতে উঠলে
বলবে সবাই,
এখন বাজলো সবে বারোটা।


শিশু কালে বললে কথা বেশি
বলবে লোকে,
নেই বাকী বারোটা বাজার।


গণ্য মান্য নেতা সকল দেশ ভাঙলে
বলবে না তো,
বাজালো দেশের বারোটা।


বারোটা বাজার নেই তো কোনো যন্ত্র
হদিশ দেবে,
যখন বাজতে যাবে বারোটা।


খারাপ হলে,নষ্ট হলে,ভাঙলে পরে
বলতে হবে নাকো,
এমনি এমনি বেজেই যাবে বারোটা।