যখন তোমর জন্য
তোমার মা বাবা অযথা ভাবনার
গহ্বর কেটে চলেছে,
তুমি ক্লান্ত নহবতের
সানাইকে ফিরে যেতে দেখছো,
উদার চোখে সাহারার শুষ্ক বালুতটে
স্বপ্ন গুলোকে ক্যাকটাসের
পত্রকন্টকে উপবিষ্ট করছো।


সেই টলটলে তোমার দোটানা বুকে
এলাম চেরাপুন্জির এক ফালি মেঘ
তোমার বুকে দিতে।
অবনত মস্তকে এক্স-রশ্মির মতো
ভেদ করলাম তোমার অক্ষত মনের
কল্লোলিত প্রানের গহনে।


তোমাকে দেবার মতো নেই কোন
স্বপ্ন,নেই কোন অলঙ্কার।
শুধু একটা প্রতিশ্রুতি দিতে পারি
প্রসারিত বুকের নিখাদ ভালোবাসার
এক খন্ড জমি।
অভাব অনটনের ছিন্ন পরশে
ফলাতে পারি একটা বসন্ত।
পলাশ শিমুলের মেদুরতার কাজল
পরানোর সম্বলটুকু
প্রতিশ্রুতি হিসাবে জেগে থাকুক
তোমার অমলিন অন্তরে।