চলে যেতে পারো অই ষুবকের সাথে।
কথা না বলে মুখ ভার করে
থাকলেও,
রাখবো হাতে হাত।
যদি সহসা বোশেখের প্রখরতাকে
চোখের অনুলোমে অস্তমিত করো,
তবুও দখিনা বাতাস বুকে
ফাগুনের নব পল্লবে
রাখবো হাতে হাত।


তোমার মনটা
বুক পকেটের বাম দিকে
কলম করে রাখবো গুজে,
মনের সাদা কাগজে
হাতে হাত রেখে
লিখে যাবো এক সমুদ্র।
তোমার চিবুক ঝরা উত্তাপের নির্যাসে
ফোটাবো গোলাপ,
দু হাতের টবে রোপন করে
বুকের কার্নিশে রাখবো
অনন্ত কালের কুহু কুহু রবে।


যদি অবহেলার ডালিতে বিরক্তির
স্তবক রেখে যাও,
এক ফালি পুর্নিমাতে
সব অভিমান পান করবো গোগ্রাসে।


নাইবা দিলে ভোরের শিউলি,
নাইবা এলে নিকানো মনের উঠোনে,
তবু করতলের রেখার ভাজে
উথলে ওঠা মন গুলোতে
রাখবো হাতে হাত।।