এসেছি পৃথিবীতে মাতৃদুগ্ধ পিপাসিত হৃদয়ে।
শূণ্যতার মাঝখানে দণ্ডায়মান;
ভেবেছি বহু কল্পনা জড়িত স্মৃতিপটে,
অপেক্ষার অন্তিম প্রাঙ্গনে।
শূণ্যতা,ব্যর্থতার বদ্ধ নিঃশ্বাসে
দূষিত হাওয়ায় কাল দগ্ধ।


এক বিরাট পিপাসা ভরা স্বপ্ন,
রঙিন আকাশে পাখা মেলিবার মতো
কঠিন আসরে আমি।
নিরুপায়, ব্যাথিত,ব্যর্থ এ জীবন
কেবলই ভবঘুরের প্রচ্ছদ কাহিনীতে।


জননীর শূণ্যতাকে তুলির টানে
রেখায় রাঙিয়ে তোলার প্রগাঢ় সংগ্রাম,
প্রায় থমকে যাওয়ার সংকেত ধ্বনী।
ছিনিয়ে নেবে সব জৌলুষ।
ভরে উঠবে তিক্ততায় হৃদয়।


সেদিন আর বাজবে না কোন সুর,
থেকে যাবো শুধু অপেক্ষার অকপটে।।