উৎসুক চোখে বিনিদ্র রাত,
স্মৃতির পাতায় কলমের আঁচড়ে
কোন এক আলেয়ার উদগীরণ।


তোমার রূপান্তরে
শ্লেটের সমতল স্পর্শ উধাও।
মনে আগুন পুষে
ভালোবাসার গরাদে মরচে মেখে
ডেকে আনো অসময়।


হয়তো মন আমার নদী-নালা ছুঁয়ে
মোহনাতে ডুবতে চায়;
তোমার মরীচিকা মন
বিমর্ষ প্রতিকৃতিতে জল রঙ
বিচ্ছুরিত হয়।


না হয়,আজ অসময়....।
জানি আগামী ভরবে
সুদ-আসলে,
আনবে রাঙা প্রভাত।