রাতের লম্ফতে সলতে চোখে
আধমরা প্রাণে সপ্তমী এঁকেছিলে।
         তুমি অভয়া,
মহালয়ার আগমনী সুর বেঁধে
  কোল ছুঁয়ে প্রতিজ্ঞা ছিল
কন্যাভ্রূণ নষ্ট হতে দেবো না।
  কোন এক বাতিঘরে
বিসর্জনের বিজয়া আলিঙ্গণ।


অজস্র পাপের চ্যালাচামুণ্ডা
   স্বপ্নভঙ্গের মেঘ
বিপদগামীর আস্তাবলে গড়াগড়ি যায়।
  জঠরের স্নেহের উত্তাপ
হারিয়ে ফেলে কদর্য খেলায়।
মনুষ্যত্ব,মানবতার পঙ্কিল ছায়া
   ক্রমশ গাঢ় হয়।


টুপটাপ খসে পড়ে নিষ্প্রাণ কন্যাভ্রূণ
   সভ্যতার মেকি ইমারতে।
জ্ঞান পাপীরা অধর্মের খোলস ছাড়ে,
চরম অস্তিত্ব সংকটের কঙ্কাল বিদ্রূপ করে।
ভেসে ওঠে বিসর্জনের নিসর্গচিত্রের আর্তনাদ।।