ভাবিনি কেনদিন তুমি চোখে চোখ রাখবেনা
আমার এলেবেলে এই মনে,
পটলচেরা চোখে বসন্তের ঘ্রাণ আমায়
উন্মাদ করবে।


আমি দেখেছিলাম তোমার দু'গালের টোলে
অবজ্ঞার কালরাত্রি।
আমার গুচ্ছিত রজনীগন্ধা
সন্দীগ্ধ আলোয় বিলুপ্ত প্রায়,
সব লেনদেন জিরো ব্যাল্যান্স হয়ে
লেজারে ধাক্কা দিতে থাকে।


সহসা প্রজাপতি মন
তোমার রঙিন পাপড়িতে দোলায়িত,
পরাজিত সৈনিকের ক্লান্ত দিনের
শেষ রশ্মিপাতে আলুলায়িত তোমার সান্নিধ্য,
আমার সকল আলো হাসি
বিচ্ছুরণের ঠিকানা পেল।