আমার চেতনা এনেছিলে কবিতার অঙ্গনে,
দিয়েছো ভরি লেখিবার নেশা
কাগজের ধূলোমাখা গায়।
জানি আমার কলম ঝরাবে না
রং বেরংয়ের মন্তব্যবহুল
কবিতা,তবুও হাতের ভাঁজে
আঙ্গুলের বিলি কেটে ধরে রেখেছি
কলমটাকে।


আমি কবি নই,নই কবিতার কোন শিল্পী,
শুধু চিহ্ন হয়ে আটকে যাই
ভবঘুরে খামখেয়ালী নষ্ট পদ্যে।
কোন এক কবিতার নীল দুপুরে
অলস হৃৎপিণ্ডে বহমান প্রকোষ্ঠে
লাব্ ডুব শব্দ হয়ে জেগে থাকব
অচেনা বন্ধুর পরিচয়ে...।