হে বৈশাখ একবার এসো নতুন আলো নিয়ে,
তোমার দৃপ্ত লাগুক ভোরের শিশির ভেজা হৃদয়ে।


হে বৈশাখ তুমি এসো অবক্ষয় সমাজে,
নব দিনমণির নিটোল ছন্দে নির্মল সাজে।


যেথায় থাকো বেদনার উপশমে,
আনো সুসভ্য কৃষ্টির উদ্যোমে।


ছুঁয়ে দিও মন,ভরাও আলো হাসি গান,
খুলে দিও হালখাতা বরণের অভিধান।


নতুন আলো ভেজাও প্রাণ,রেখো সব অম্লান,
শুভবার্তা জ্বালুক আগুন,সমাজ উঠুক হয়ে মূল্যবান।


নগ্ন হাতের থাবায় লাগুক বৈশাখী ঝড়,
ছিন্ন হোক স্বার্থের কোলাহল,ডাকুক মন কড় কড়।


হে বৈশাখ তোমার তেজ হোক বজ্রনাদ,
দিকে দিকে নতুন আলো উজ্জীবিত করুক প্রতিবাদ।।