ভাঙা মেঘ আর ঢলে পড়া সূর্যের
মৃদু হাতছানি
এক একটা দুর্বোধ সকাল
জীবনের কূল-পঞ্জিকা অন্ধকার গহ্বরে
থেতলে দেয়
অবিরাম কল্পনাপ্রসুত বর্ণমালার ক্ষরণ
কালশিটে হয়ে বিবর্ণ রূপ নেয়
নাম গোত্রহীন শব্দরা আজও
ঘোরা ফেরা করে বৈধতার রঙিন আকাশে
আমার দীন-শব্দরা
এঁকে চলে.....
পথের পরে পথ....
যদি কোনদিন অকস্মাৎ অভিসম্পাতে
ছিন্ন টুকরো টুকরো মনে
হৃদয়ে দিতে পারে লাব্ ডুব্ শব্দ!