আমি ভালোবাসা,
আমি প্রাণের উষ্ণতার পরশ।
আমার দেহ আজ মাংসহীন,
নিরাভরণ কলেবর।
আমার ভক্ত শত শত প্রেমিক,
আমার লালসায় শত শত অনাথ শিশু,
আামার অন্ধ ভালোবাসার পথযাত্রী অগণিত
যুবক-যুবতী....


জীবনের মূল্যহীন প্রত্যাশায়
সোঁদাগন্ধের পারফিউম আজ ভেজাল।
রাত্রির সব আলো শুষে,
বাতাসের সব নির্মলতা কলুষিত করে--
স্বচ্ছ জলের আলোকিত পবিত্রতা
গিলে গিলে শুধু কঙ্কালের
অ্যানিমেশন আজ বুকের কম্পন
রিখটার স্কেলের পরিমাপ বাড়ায়।


মনের গোছানো
আলোয় বিকিরিত হোক
ভালোবাসা।