ওই নীল শুধু নীল,
অবক্ষেপনের বৈজ্ঞানিক ভাবনা--
উড়ে চলে
পথ উল্টে।
একাকী পথিকের
নিজস্ব
       হরতালের
           মীমাংসা।


বুকের বর্ধিত ক্ষেত্রফলে
    পৌরুষত্বের
    উড়ন্ত হৃৎপিণ্ডে
বাসা বাঁধে
     নতুন ভোর।
দীঘল গ্রামের আটচালা আর
সরল গ্রাম্যতায়
উড়ে চলে অটুট বন্ধনের
প্রগাঢ় ভালোবাসা।।