স্লিপলেশ পরিধানের চকিত মদিরতায়
হলুদ বিকেল আসে নির্জন দাম্পত্যে;
কাক জলের নিদান ছায়ায়
থেমে থাকে উষ্ণতার শিহরণ।


অমলিন প্রেমের অক্ষরে অক্ষরে
অন্তরঙ্গ প্রহরেরা ভাঁজ খুলে অন্ধমনের,
নিগূঢ় একাত্মতায়--
ঘন বুনোটের তন্তুতে স্বপ্ন রেখে যাই।
হাজার শ্বাসাঘাতে আহত বুক
খুঁজে বেড়ায় হৃদয়ের অলিন্দ-নিলয় পথে।


ভালোবাসার সোঁদা আলিঙ্গনে
অন্তরঙ্গ জীবন আবিষ্ট হয়,
চলমান সীমানা অতিক্রান্ত হতে হতে
মন হারা নরম আলোয় ফুটে ওঠে
তৃপ্তির পারিজাত ফুল...


সময়ের ব্যবচ্ছেদে ঝরে পড়ে
আপন হৃদয়ের সংবাহিত সম্পর্ক,
ছুঁয়ে যায় সোনালী রোদ্দুরের এপিটাফ।
জীবনের সব অন্ধকারে বিচ্ছুরিত হয়
অন্তরঙ্গের বর্ণালী।
অদম্য জীবনীশক্তির আলপথে রামধনু
আকাশ মেতে ওঠে....
আন্তরিকতার পাহাড় চূড়ে
স্টিকি হয় ভালোবাসার প্রত্যাশা।।