আমায় ভয়ঙ্কর করে দাও--
হে ঈশ্বর!
আমার মানচিত্রে আমাকে চিহ্নিত করো
দুর্বিসহ এক মাতালের প্রলাপের মতো,
দুর্বিনীত অহঙ্কারে ঝড়ের কাছে যেন
পদানত না হই।
যেন উদ্ধত প্রাবল্যে গলা ফাটাতে পারি,
সব হিংস্রতা গোগ্রাসে গিলে ফেলতে চাই--
চাই হৃদয়ের ভোল বদলে দিতে,
পরাজিত সৈনিকে পোশাকে এঁকে দিতে চাই
কঠিন প্রতিজ্ঞা আর ছিনিয়ে নেওয়া অঙ্গীকার।


হে ঈশ্বর!
আমায় আর বন্দী করে রেখো না নরম মাটির ঢেলায়,
সাহস আর তেজস্বীতায় জাগিয়ে তোলো দুস্তর প্রান্তরে।
আমার ভয়ঙ্কর চেতনার এক আকাশ ভরসা দিও,
দিও আঁধার রাতের অচেতন প্রাণে
বাঁচবার ভীষণ উগ্র বিবেকের বাতিঘর।