নিঃস্ব মনে অবেলার নিভু আলো মেখে
উচাটন মন,
ক্লেদজ ভারসাম্যহীন কলেবর।
কবিতার গভীরতম খাদ হাতছানি দেয়
মননের মাঝ দরিয়ায়,
আপন চিন্তনের ক্ষরণগুলো খুঁজে চলে
নিখাদ আন্তরিকতার গহ্বরে।
কবিতার খাদে নিখাদ আকর
শুষে উজ্জীবীত করে ক্লেদজ প্রাণ।
কবিতা যখন মজ্জায় মজ্জায়
সংবাহিত করে স্নায়বিক উত্তাপ,
দেহজ যন্ত্রণা গুলো কঠিন এরোসল হয়ে
দূষিত নীলের দরজায় টোকা দেয়।
ঝুলন্ত মনের আন্দোলনে কবিতার সুখবৃষ্টির
পতিত অক্ষরে নির্বদ্ধন করে চলি প্রাচুর্যের
হৃদয় স্পন্দিত রসদ।


আজ এই অপঘাতক মন
কবিতার পংক্তিতে এঁকে চলে নিজস্ব মানচিত্র,
কবিতা যখন আত্মজ হয়ে প্রদক্ষিণ করে
নব নব প্রহর।।