কেমনতর বেশে দেখতে চাও তোমরা আমাকে?
হৃদয়ের অপুষ্টিতে রুগ্ন কলেবর, না
স্বার্থের ফাস্টফুডে শীর্ণকায় অস্হি মেলা চেহারায়?
আমি বারে বারে আসব
তোমাদের রুচির পোশাকে,
আমার হাওয়ায় দুলবে তোমাদের প্রজন্ম।
তাদের খেলাঘরে আমি চাই একটু হৃদ্যতা,চপলতা হীন
সাবলীল রক্তরাগ।


সময় স্রোতের চোরাবালিতে ঢেকো না
আমার স্পন্দন...
টুটো না ভাবী প্রাণের রংমহল,
আরো শতক অযুত ধরে এগিয়ে যাওয়ার মন্ত্র উচ্চারণে
বাঁচিয়ে রাখার গান রচিত হোক।


আমি আগামী,
পথের চলমান মাইলস্টোনের জি.পি.এস।
ভালো রাখার-ঐকান্তিক অ্যাপসে আমার আপডেট
করো,
করো আপনার আপন সম্পদের রুচিশীতার
হৃদয়স্ক্রীনে।
রক্তিম সম্পর্ককে হৃদ্যতার গোরিলা গ্লাসে প্রতিরুদ্ধ
করার অঙ্গীকারে আমি বেঁচে থাকতে চাই
প্রাণের পদচারণায়।।