দীনতা আমার বিবেক,
আমার জীবন খাটিয়ায় আরামপ্রদ বিছানা ।
দিন আনা দিন খাওয়া সংসারে
সততার সূতোয় সেলাই করে চলি
আমার গর্বের বিছানা।
আকাঙ্ক্ষার তাবেদারিতে পিছু হেঁটে যায়
চলমান আপন ঘর,
উচ্চতার শিখরে পথিক নহি,
নহি যাপনের অভিজাত ব্যাক্তির আড়ম্ভর।
দীনতার সূর্যতাপে উত্তাপিত হতে থাকি
ভালোবাসার গাঢ়ত্বে,
মননের গভীরতায় সততার আকর উত্তোলিত করে চলি,
অন্তিম পরাজয়ের বিলাসি এ হৃদয়ে।
খাবি খেতে খেতে মন্থিত হয় হৃদয়ের নিরেট বুনন,
জোড়া লাগিয়ে যায় ভাঙা জীবনের
নিশুতি রাতে,
সততার ভরকেন্দ্রে সমতার সংসার
রিপু হয় নিরলস শ্রমের মর্য্যাদা,
বিকশিত হয় নতুন পুবের রাঙা প্রয়াস।।