মানুষ হয়েছি কিনা জানি না
হয় শুধু মানুষের জন্য ভাবনা।
বাঁচার অর্থ বুঝিনি জীবনভর
সবাই আপন আমার কেহ নয় পর।
পেয়েছি কি তার নেই কোন পরোয়া
দিতে হবে আপন হৃদয় এটাই শুধু চাওয়া।
গরীব না ধনী বুঝে নাকো মন
পরের বুকে খোদাই থাকুক হই যেন আপনজন।
পরের কাজে লাগতে যদি নাই পারলাম
বেঁচে থাকার মানেটা পৃথিবীতেই হারালাম।
শুধু আমার এই মনোভাব বেজায় অন্ধকার
মনের ভেতর অথই আকাশ গড়ি ভালোবাসবার।
চাই না বিত্ত চাই না অগাধ বিলাসিতা
খুঁজে পাই রাজপ্রাসাদ এভাবেই বেঁচে থাকার সার্থকতা।।