প্রত্যাশার উপর ভর করে কেটে চলে
দিবস ও রজনী,
প্রত্যাশার পারদ অবাধ্য হতে থাকে মার্জিত
অাকাঙ্খ্যার ব্যারোমিটারে।
এক মুঠো রোদ দেবে তুমি,
অামার অভাবী পরিমন্ডলে।
শুধু এসো তুমি প্রখর তাপ
সহিষ্ণু চম্পা হিসাবে।
চাই না তুমি গোলাপ হও,
কেবলি অামার বুকের অতলে।


তুমি ডানা মেলে কপোতী হও,
এনো দু-দন্ড শান্তির বা্র্তা।
এনো সহিষ্ণুতার স্নিগ্ধ বাতাস।
ক্লোরোফ্লুওরো কার্বন নির্গত করে
প্রত্যাশার ওজনস্তরে অতিবেগুনি রশ্মি
বিকিরণ করো না।
প্রসারিত পলাশ রাঙা বুকে
এনো প্রত্যাশা পুর্ণ শিশিরের ঘ্রাণ ৷৷