বোহুত টাকা দিবেক বলে ফুসলাইয়ে
হামদের গতর পোড়া রোজগার মাসেই মাসেই
জমা লিলেক--
বুঝতেই লারলোম কোনো,
ঐ রোজভ্যাইলি বাবুটো  একটো কাগুজ্যএ টিপছাব
লাগাইয়ে বোহুত বড় লক হোবার স্বপুন আটকাইয়ে
দিল হামদের ভাঙাফুটা সানকি লাগা ঘরে |
মাসের মাস আসথ্য যাথ্য আর করকরইয়া লোট গুলান
লিয়ে একটো কাগুজ্যএর ফরদো হাতএ ধুরাই দিথ্যক |
ইভাব্যএ এক মাস লয়ইখ্য তিন তিনটা বোছর টাকা লিতে লাগলেক,
বললেখ ইবার তোর টাকাটো ম্যাছরিটি হয়ে যাবেক-
আর কোনহই অভাব থাকবেক লাই,
মুনে মুনে খুউব লাচতম আর বউছাটো কে রাতের টিমটিমা আলোতে গোলা জুড়াইয়ে আদর খাওয়াত্যএ
খাওয়াত্যেএ  বলতোম আর কোনহ চিন্তা লিসনা মুনে,
ইক গোছা লোট পাবও,
বিটিটোকে অনেকধুর লে পড়্যবঅ |


ঢের গুল্যান দিন পিরাই গ্যালেক কিনতু টাকা পাল্যোম নাইখ্য--
রোজভ্যাইলি বাবুর লাগ্যেএ
রোজ ভ্যালেই থাকি |
রোজভ্যাইলে ভ্যাইলে থ্যোকে গ্যেল্যাম
পরের মুয়ইয়ে শুনল্যম যে উ টাকা গুল্যান
আর পাবেক লাই কনহঅ লক্ |
আর দ্যাখতেও পাই লাই ঐ রোজভ্যাইলি বাবুটোকে,
তাই আমার মানিজার বাবুর ঘরে যাথ্যেএ লাগলোইম আর উঁহাদের টিবি টো তো চ্যোক থিরাই
রোজভ্যাইলি বাবুকে দ্যাখা পাবার লাগ্যেএ
রোজ ভাল্যেই রইথ্যম |


ইক্ষন মনে হছ্যেএ ইটো
রোজ ভাল্যেএ থাকার কুম্পানি বুঠ্যএ--
রোজভ্যাইলি মানেএ রোজ ভ্যালেই থাকার,
কান্দ্যে কান্দ্যে মরেইএ গ্যালোও টাকা ফেরত পাবেক লাই ||