সারাদিন পুটলি বেঁধে জীবনটাকে রাখি,
নীচের তলায় বুক চিতিয়ে ঈশ্বরকে ডাকি ৷


মাথার ঘামে লিখে রাখি শ্রমের কথা-কোলাজ,
উঁচুতলা,ঘ্যাম বিলাসী-তাঁদের জন্য বগল ছেঁড়া সাজ৷


কাজ যতক্ষণ ডাক ততক্ষণ-এভাবেই মূল্যহীন বাঁচা,
শ্রমের পণ্য বাণিজ্য করে এঁরা হাবে ভাবে রাজা ৷


কুলি শ্রমিক রক্ত ছড়ায় প্রতিদিনের কাজে,
শ্রমের ভেতর পাঁজরা গুলো দানা বাঁধে বুকের মাঝে৷


আসে যায় দিন বদলায় নানা দাবীর আন্দোলনে,
আধ পেটা মন উল্লসিত ঐতিহাসিক 'মে দিবসের' উদযাপনে ৷৷