যে আকাঙ্খ্যারা রোদে পোড়ে না,
যে কামনারা হৃদয়ের বারান্দায় ঝোলে না,
যে প্রাপ্তি শুধু স্বার্থের জন্য ঘর্মাক্ত
মনে ওত পেতে বসে থাকে,
সেখানে সুখের কথা কাটাকাটি|


পরম সুখ কি বানানো অর্থের পিলারে পিলারে?
খুঁজেছো কি দৈনতার হাড়ের খিলান!
মানবীয় সবুজের তরুলতারা
ঈশ্বরের মৃত্তিকা ছুঁয়ে
রক্তজলে স্নাত হয়,
মন কেমনের কফিনে বন্দী আশাহতরা,
ছড়িয়ে দিও দুঃখের বাস্তব ফাইফমাস,
আরামের বিলাসী দম্ভ ছিঁড়ে ছিঁড়ে
মেখে চলো প্রাণের আলো |
সুখপায়রারা শান্তির খোপে খোপে
আহ্লাদী বকম বকম সুরে জাগরিত করে
অনাস্বাদিত সুখ.....