আমি টাকা ,
আমার অবর্তমানে জীবনটাই তো ফাঁকা!
আমি অর্থ,
অনর্থেরই মূল পাণ্ডা,সবার সম্পর্ক করি ব্যর্থ।
আমি ট্যাঁকের ধন,
আমার প্রাচুর্যে হেসে খেলে কেটে যায় জীবন।
আমি গরীবের আশা,
ঘাম ঝরা শ্রমের ঠিকানায় জীবনের ভরসা।
আমি কড় কড়ে নোট,
আমার জন্য সদাই বাঁধে ঝামেলা ঝোট।
আমি কানাকড়ি,
আমি মান সম্মান হারানোর হৃদয় গড়ি।
আমি কখনও বাবা মামা,
ঘুষের কালচারে মূল্যবোধের বেনিয়মের ধরি ধামা।
আমি দেখায় লোভ,
মান সম্মান তুড়ি মেরে অমানুষের দলে করি সম্ভোগ।।