জীবন যন্ত্রণার জলরঙে আঁকা ক্যানভাসে এক পথশিশু
নিয়তির অবহেলায় ধুক্পুক্ জীবন-স্পন্দনের আল্পনা এঁকে দেয় পথের ঠিকানা।
অনাহার খালিপেট সম্বল...
গৃহহীন মানুষের অভাব সংগ্রাম;
প্রত্যয়হীন চোখে প্রতিটি রাত কাটে আর্তনাদে--
স্বপ্নউড়ান অলীক ভাবনার শয্যায়
কেটে যায় নিরাভরণ ধূলোমাখা প্রহর।


বেদনার বালুচরে ব্যাথার পানিঘেরা চরাবালির ঠিকানায়
নিঃস্ব শৈশবের বাউণ্ডুলে যাপনচিত্র।
অসহায় খাবি খাওয়া বিকেল গুলো নিয়ে আসে এক একটা কালরাত্রি....
নিরাপত্তাহীন শিশুরা বঞ্চনার হৃদয়ে উধাও হয়ে যায়
হৃদয়ের উষ্ণতা।


অন্ধকার খোলা আকাশের প্রলেপ মেখে বেঁচে থাকে চলমান প্রহর।
ভবঘুরে প্রচ্ছদে হদিশ রেখে
আঁকড়ে থাকে পথ।
বিনিদ্র রজনী দিয়ে যায়--
তারায় ভরা চৈতালি রাত,
জ্যোৎস্নামাখা পথপ্রান্ত।


জীবন পথের শৈশবের ঠিকানায় লাগুক ঝড়,
উত্তাল হাওয়ায় ভেঙে পড়ুক
সব দুঃখ,প্রজ্জ্বলিত হোক মঙ্গলদীপ।।
---------------------------------