আসতে হবে
মাটির পথে
আমাদের ছোট্ট গ্রাম।
সারা গ্রাম
ঘিরে আছে
শিমুল আম আর জাম ।।

আম গাছে কাঠবেড়ালী
জাম গাছে ঘুঘু
রোদের বেলা
ডালে বসে
ডাকতে থাকে শুধু ।।

নেইকো গাড়ী
নেইকো ধোঁয়া
শান্ত স্নিগ্ধ সব।
বিকেল বেলা
শুনতে পাবে
পাখির কলরব।।

গাঁয়ের মাঝে
পথের মোড়ে
ছোট্ট মুদির দোকান ।
চাল ডাল বেচে
বেচে তেল নুন
আর, খৈর সুপারী পান ।।

গাছ গাছালী
পুকুর পাড়
আর, সবুজ ঘেরা মাঠ ।
শনি বারের
বিকেল বেলা
বসে গাঁয়ের হাট ।।

দুপুর বেলা
রাখাল ছেলে
বাজায় বাঁশের বাঁশি ।
গাঁয়ের মেয়ে
মাথায় বোঝা
আসে সারি সারি।।

চাষির বউ
মাঠের থেকে
আসে, ছেলে কোলে ।
বোঝায় করা
গোরুর গাড়ীর
ধানের শিষ দোলে।।

ছেলেরা সব
খালি হাতে
মাছ ধরে খালে বিলে ।
স্নানের কালে
ক্ষেতের ঝিলে
লাফ দিয়ে পড়ে জলে।।

বর্ষা কালে
জল ঝম ঝম
কাদা ক্যাচ ক্যাচ।
সন্ধ্যে বেলা
ব্যাঙেরা ডাকে
আনন্দে ক্যাঁক কাঁক ।।

শরৎ কালে
কাশের ফুলে
হাত ছানি দিয়ে ডাকে ।
জানিয়ে দেয় সে
পূজো আসছে
কাঠি পড়েছে ঢাকে।।

শীতের দিনে
খুব সকালে
আসে রামু কাকা।
ডাক দিয়ে যায়
খেজুর রসের
এক গ্লাস পাঁচ টাকা ।

কচি কাঁচারা
পাশের মাঠে
খেলা করে একসাথে।
সন্ধ্যা বেলা
খেলার শেষে
হো হো করে আসে ।।

সন্ধ্যা বেলায়
তুলসী তলায়
প্রদীপ জ্বালায় বধূ ।
মিষ্টি সুরে
শঙ্খ ধ্বনি
শুনতে পাবে শুধু ।।

রাত্রি বেলা
ঝিঁঝিঁর ডাক
আর, জোনাকি পোকার আলো ।
মনে হয় যেন
হাজার তারা
ধরণীতে নেমে এলো ।

আমাদের এই
গ্রামে ভরা
খড় মাটির ঘর ।
সবাই থাকে মিলেমিশে
কেউ নয়
কারো পর ।।
-------------------------------------------