তোমায় দেখেছি নিদ্রিত নয়নে
কল্পনায় জাগরণে
কখনো এঁকেছি তোমার ছবি
আপ্লুত দু,নয়নে


কখনো তোমায় খুঁজেছি হিয়া'য়
হৃদয়ের মরুভূমে
কখনো তুমি ধরেছো হাত
আমার ছায়া'র সনে


কখনো তুমি পেয়ালায় এসেছো
মদিরা'র কালে
কথা হয় নাই দেখেছি শুধু
আমার রঙিন জলে


তুমি কে গো অনামিকা
নাম নাহি জানা
তুমি কি সেই প্রেয়সী
নাকি শুধুই মরীচিকা


হয় তো তুমি কোন বসন্তে
এসেছিলে মোর দ্বারে
চিনিতে পারিনি ফিরায়েছি তোমায়
কোন গোধূলি বেলায়


অনেক বসন্ত চলে গেছে বয়ে
প্রকৃতির গতি ধারায়
আজও খুঁজে বেড়াই তোমার পরশ
ফেলে যাওয়া শুকনো মালায়
=============/=============