দুধের শিশুরে নামিয়েছ ঘোড়ার রেসে
পিঠে দিয়েছ তারে বিষম গাধার বোঝা
শৈশব তার কাটে ঘরের কোনে
যেন জেল বন্দী অবাধ্য এক প্রজা।


খেলার মাঠে বেকার সময় যাবে
মনের মধ্যে ভাবনা জাগে তাই
সরিয়ে রেখে সবার থেকে দুরে
জল কাদা যেন লাগেনা তার গায়।


ডাকছে তাকে অহরহ মুক্ত পরিবেশ
যেথায় আছে হাজার শিশুর মেলা
রদ্রু ধুলায় ছুটে পথের মাঝে
করুন সুরে ডাকছে যে দুই বেলা।


খুলে দাও তার শিশুমনের দুয়ার
উড়তে দাও তাকে মুক্ত পাখির মতো
ফিরিয়ে দাও তার খেলার অধিকার
শিশুমনে হাত ছানি দেয় যত।
=======================