যাহা ধরিতে চাহি তাহা নাহি পাই
ভবের মাঝে মন বারে বারে হারাই  
কেমনে বাঁধিব মন ওহে মোর সখা  
একবার দয়া করে তুমি দাও দেখা  


তোমার চরণ ভজি আমি চির কাল
তোমার আশিসে আমার সকাল বিকাল
অকূল দরিয়ায় আমি কূল নাহি পাই    
তোমার চরণ তলে পায় যেন ঠাঁই    


আপন আপন বলে আপন কেহ নাই
কেবল আপন ভেবে সদা মায়ায় জড়াই
যাহাকে আপন ভেবে যাই ধরিতে গলায়
আমাকে ফেলিয়া সে দূরে ছুটিয়া পালায়


তুমি’তো অনাদির আদি হে দয়াময়
সকল মানব যেন সদা সুখি রয়
এই মোর প্রার্থনা তুমি করিও গ্রহণ
ভবের মায়ায় যেন না জড়ায় মন  
=========================