অনেক হয়েছে মিছিল
এবার একটু দাঁড়াও
ঝান্ডার হাওয়ায় থর থর
কাঁপে হৃদয় ।
শ্লোগান বাজি আর গুলির শব্দে
মাতৃজঠরে বধির অভিমুন্য।
বিভৎসতায় জন্ম
শত সহস্র ধৃতরাষ্ট্রের
দূর্বা ঢেকেছে পার্থেনিয়ামে
মুক্ত কর তাদের।
বিভ্রান্ত রক্ত কণিকা
গা এলিয়ে দিক গাছের শীতল ছায়ায় ।


স্নিগ্ধ বায়ু ছুঁয়ে থাক শরীর
স্নান করিয়ে দাও প্রতিটি বিষন্ন জন্ম
চাঁদের জ্যোৎস্নায়।
ডুবে যাক রক্তের পিপাসা।
আর যেন না বসে একটিও হাট।
না হয় বিকি কিনি
রূপ রস রক্ত মাংসের।
চোখের জল আর ঘামে
শ্যামলে নিলীমায় হোক সঙ্গম
হেসে উঠুক গ্রহ নক্ষত্রের দল।
কামিনী হাস্নুহানার নৃত্যে
মুখরিত হোক বৈশাখী পূর্ণিমা,
মহাবিদ্রোহী তথাগতের আগমনে
মাথা নোয়াক শাল শাখা
লুম্বিনী উদ্যানে।
শারদ রাত্রি আমোদিত হোক
বেল কদমের নিঃশ্বাসে,
পুষ্প বিথীর সুগন্ধি বাতাসে
ভরে যাক চারিদিক ।