আছে ক্লান্তি অবসাদ,
বেদনা বিধুর মুখ!
বিমূর্ষ বেদনার চক্রব্যুহ
চাওয়ার বিভ্রান্তি!
একশত একের জন্য
বরাদ্ধ দুখানা রুটি
স্নেহকাতুর শবদেহ ডিঙিয়ে
চলেছি স্বপ্নের ফেরিওয়ালা!
আলোর জন্য আপন ঘরে দিয়েছি আগুন!
জল নয়,
নিয়ে এস নিভে যাওয়া মশাল।
হারিয়ে যদি পাওয়া
কেন তবে অশ্রুধারা?
অলিন্দে ধাক্কা দেয়
নির্বাক বিস্ময়!
নেই সাথী-সমানুভুতির
একা, বড় একার এ লড়াই।
বিভৎস শূন্যতা হয় হোক
একান্ত আমার!
সূর্যাবর্ত হোক সবার।