শরীরে প্রেমের গন্ধ মেখে
আমি প্রেমিক হতে চেয়েছিলাম
পাইনি পূর্ণিমার চাঁদ
নখত্রের তলে ঘুমিয়ে ছিল মন ।


তবুও___
বুড়ি চাঁদের রেশমি জ্যোৎস্নায়
দুলেছিল হৃদয়ে কাশফুল
ভালোবেসেছিলাম নারীকে
ঘৃণা করেছিলাম নারীকে
দূরে ঠেলেছিলাম নারীকে
সে আমায় ভালোবেসেছিল।
আজ ঘৃণা করে দূরে চলে গেছে ঠেলে
যখন ডেকেছি বারে বারে
নক্ষত্ররা নিভে গেছে পুব আকাশে।


সেই সব স্বাদ___
বিকেলের লিপস্টিক মুছে যাওয়া রোদ্দুর ।
তবুও বয়ে গেছে জীবন
শরীরে জলের গন্ধ মেখে
আঁশটে গায়ের গন্ধ দিয়ে ।
আজও নিত্য প্রেমের ইচ্ছা নিয়ে
এক পশলা বৃষ্টি যেন
নিতি অন্ধকার ।
ঘৃণা বর্ষণে বিপর্যস্ত আমি ;
শরতের ভোরের একাকি পানকৌরি
সাদা ছিট কালো পায়রার ওড়াউড়ি জ্যোৎস্নায়
আমি আজও অপেক্ষায় ॥