মাঝে মাঝে বেঁচে আছি ভুলে যাই
অয়ন্তিকা, তুই ছাড়া আমিও আছি ভাবনা টা হারিয়ে যায়
নক্ষত্রের রাত এখন আর ভাবিয়ে তোলে না
ল্যাম্পপোস্টের আঁধারে বিনীদ্র রাত, জাগে আমার সাথে।


অয়ন্তিকা, তুই জানিস কিভাবে অন্ধকার কাটিয়ে ফেরা যায়?
সবাই তো ফেরেনা ঘরে, সকালের আলোর মতো।
তবে তুই কেন ফিরে দেখিস স্মৃতি  হয়ে?


তোর নরম ঠোট, আদুরে স্পর্শ, তোর নাভির সেই ঘ্রান
আর কতোটা গভীরে গেলে তোকে সাজাতে পারবো আবার
তোকে ভেবে রাতের ঘড়ির প্রতিটি কাটায় আজ রক্ত ক্ষরণ।