আমার চারপাশে নিঃশব্দে যা কিছু ঘটে
কালের নির্বাসনে কঙ্কালের সাদা-হাড়
নদীর জলে ধুলোজমা আকাশে শবব্যবচ্ছেদ
অনাবাদী জমিনের স্তরে স্তরে রক্তে-মাংসের বিকাশ


আমার চারপাশে নির্জন দীর্ঘশ্বাসে
বিরূপ ধসে অকালমৃত চোখ
রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত রক্তাক্ত  লাশ
আমার চারপাশে  অনন্ত অন্ধকারে
সব লেগে থাকে আমার শিশুর বুকে...
০৬.০১.১৫