নির্জন রাতে টুকরা মেঘের ভেতর নোঙর করে তার
মৃত্যুর কথা— না, ওসব ওড়িয়া স্মৃতি
শেষ মৃত্যুতে সে হেসেছিলো— আমি নিজে হাসতে দেখেছি!
এক চাঁদনির রাতে— বকুল বৃক্ষে যখন তার লাশ ফাঁসিতে ঝুলেছিলো—
তখন তার ঠোঁটের কিনারে হাসি লেগেছিলো, শবযানের ওপরে উজ্জ্বল সে হাসি
এমন সুন্দর আর প্রাণভরা হাসি আমি কখনো দেখি নাই
তার ওষ্ঠে ও চোখে, সর্বোপরি তার মুখে— যতদিন সে জীবিত ছিল।
কেন হেসেছিলো—
অশ্রুতে দেখা নিঃশব্দের স্বপ্নগুলি, না প্রতারক প্রেমিকের মুখ...