তোমার চোখেই সজ্জিত হয়ে আছে এই বিশ্ব
তোমার অনুভবে খুঁজে পাওয়া যায় ব্ল্যাকহোল
দিগন্তরেখা কাছে এসে মিশে যায় ধরা -
ঘাসফুল থেকে ঘাসফড়িং এতে ব্যাপ্ত মাঠ
এবং বাতাসে বিস্তৃত হয়ে আছে ঘুঘুদের ডাক।


তোমার কন্ঠস্বর মহাকাশে গড়ে তুলছে সাম্রাজ্য
হারানো কোনো সুরের মাঝে ঝুলন্ত রূপালি চাঁদ।
কোনো সুভাসিত গন্ধে প্রজাপতি মিশে যায় দূরলোকে
উচুনীচু রাস্তায় তোমার নিতম্ব যেন এক উৎসব
বিদ্যুতের চমক চোখের পলকে নেমে আসে মাটিতে।


অজানা কোন গ্রহে কোনো অদ্ভুত অভিযানে
সুপারনোভার বিস্ফোরিত কোনো স্বপ্নের পাপড়িতে
তোমার ঠোঁটে স্ফীত রঙধনু আঁকা কোনো ছবিতে
প্রাণের মহীতে মায়াবী তোমার কোন নিকষ হাসিতে
তোমার হৃদয়ের স্পন্দন হয়ে যায় জীবনের ব্যানার।