এই নীল ক্যাম্পাসে লেকের পাড়ে ব'সে আছো তুমি।
গভীর প্রতীক্ষায়।কোনো একজন পুরুষ আসবে বলে।
তোমার সাগরের লাল জলে মিশে আছে তার নিশ্বাস —
প্রেমের মুখরতায়।
অনেক বিষণ্ণতার সাথে আড়ি নিয়ে,বসে বসে ভাবছো —
প্রেম-ভালোবাসাই জীবনের বন্দনা।


লেকের সাদা-কালো জলগুলো দ্যাখো,
সূর্যের আলোতেও  সাদা-কালো,অথচ হলুদ হওয়ার কথা।
তুমি মানবিকের ছাত্রী,এসব তোমার মাথায় ঢোকেনা।


প্রতীক্ষিত এই কৃষ্ণচূড়া বৃক্ষের দিকে দ্যাখো,বিস্মিত  হচ্ছো —
এটা আবার কিসের গাছ,দূরছাই!তুমি চৈত্রে এসো!


সন্ধ্যা তো হয়ে এলো,ভ্রমর কই?সঞ্চিত মধু কি নীল!
আজ রাতে,তোমার মাথার উপর দিয়ে উড়ে যাবে প্রাচীন পাখিরা।
তুমি কি সেই পথের যাত্রী হবে.......
০৯.১২.১৫