ক্ষুদ্র ফাংশনে, অবিছিন্ন ব্যবধিতে
নিভৃতে, নিঃসঙ্গে নিজেকে বিলিয়ে
ফেরারি পাখিরা যায় এবং আসে
খুঁজে নেয় নিজস্ব নীড়।
কালপুরুষেরা সমুদ্রের বুকে সাঁতারায়
জড়ো হয় তৃষ্ণার খনি;
দিগন্তের দুঃসাহসিকতায় স্পর্ধিত আলো
এবং রক্ত অরক্ষিত কয়েকটি  ফুল
জড়োসড়ো হয় প্রবাল দ্বীপে।
পৈঁসু বিন্যাসে বিন্যাস্ত দ্বিপদী
সূচক কাটায় ফলবতী বৃক্ষ
দিনের আলোয় চোখে পড়ে না খুব একটা
চোখ ফেরালেই আয়না হয়ে যায়
চোখে ভাসে সময়ের মুখোশ
কিংবা দাঁড়িয়ে থাকা অসীম শূন্যতার সাইক্লয়েড়।