যাবো ওই দূরের দেশে, পাড়ি দিতে হবে অনেক পথ
সামনে নদী, আমি সাঁতার জানি না—  সঙ্গে আছে বাবা
আমি শিশু, বাবা টাটকা জোয়ান
কিন্তু
শূন্যতা শুধু জল
চারদিকে শুধু জলের গর্জন, তবু আমি খুঁজে পেলাম আশ্রম।


দিগন্তরেখা শূন্য, শুধু গাঢ় অন্ধকার
সব দ্রব্য মিলিত হয়েছে এক জলে, যে জলে আমি অনুভব করি—
আমার বাবার চিবুক থেকে খ'সে পড়া অশ্রুর ধারা...