কবিতা’রা আমাকে ঘিরে থাকে
ডুবে যেতে যেতে ভেসে চলি
কবিতা’দের পাঁকানো ঘূর্ণিপাকে,
আমিতো কবি নই,,
তোমরা বলো সবে তাচ্ছিলস্বরে
কত কথা শুনাও গালভরে !
মেনে নেই সব নত মস্তকে
টুকে-ও রাখিনা মনপুস্তকে;
তবু; ডুবে যেতে চাই
কবিতা’দের পাঁকানো ঘূর্ণিপাকে
কবিতা’রা আমাকে ঘিরে থাকে,


থাকুক’না; তাহে তোমাদের কি ক্ষতি
বিশ্বাসে নিঃশ্বাস পাই যদি সামান্য অতি!
এ’ অক্ষমের কবিত্বের চেষ্টা
মিটে কেবল নিজেরই তেষ্টা,
নিঃশঙ্কোচে স্বীকার করি
অবহেলা সব গভীরে ভরি
আমি কবি নই
যোগ্যতাটা পাই কই?
কি করে কইবো
আমি যা নই?


এতে স্বাদ নেই, নেই খেদ
কেবল ভেদাভেদের প্রভেদ,
তোমরা কেবলই করো বঞ্চিত
তাচ্ছিলসব করে সঞ্চিত
আমি ডুবে যেতে চাই
কবিতা’দের পাঁকানো ঘূর্ণিপাকে
ভেসে ভেসে সেথায় চলে যেতে চাই
অন্তত; তাচ্ছিল্যরা যেথায় না থাকে
কবিতা’রা-ই যেন সর্বদা ঘিরে থাকে।