কোথাও একটু ছায়া পেলে
ঊড়ন্ত পাখি মাথার উপর
পাখনা মেলে....
ধেয়ে অাসা তাপদাহটা আটকে দিলে
আমি খানিক দাঁড়াবোনা?
তুমি হিংসায় জ্বলে বারণ করোনা,


ঝরনার জল পাইনি বলে
অবহেলা কি ঝিলের জলে?
যাতে মোর তৃঞ্চা নিভে
সেথা যেতে বাধা দিবে?
ভিখ্ মাগি শত ত্যাগি
পাইনি আমি যাহা
পথ হারিয়ে হই বিবাগি
অমৃতে মোর ধরেছে অনীহা,
তুমি একটু সয়ে নিও
নিন্দেগুলো ফিরিয়ে দিও,


দাওনি বলে কেউ দিবেনা?
দিলে তুমি মেনে নিবেনা?
এ ভাবনায় আর ডুবনা;
ধূলি পড়ে গর্ত ভরে
কষ্টগুলোও পুড়েপুড়ে
ধূঁয়া হয়ে যায় গো ঊড়ে
তুমি তাতে দোষ দিওনা
কাঁটা ঘাঁ-এ নুন দিওনা।