পিক্ ফেলিয়া খিক্ হাসিয়া
হাতে ধইরা হাত ঠাসিয়া
ক-হে-ন দাদা-
ক’তো দেখি দুনিয়াডায়
মানুষ হগলে কোথায় বাঁধা?


দাঁত খুঁচিয়ে গলা ঝাড়িয়া
জোড়ে একখান কাঁশন ছাড়িয়া
জি-গা-য় দাদা-
দেখছস্ নাহি বেকতে মিল্লা
কালারে ক্যান্ কইছে সাদা?


টেকো মাথায় হাত বুলাইয়া
দুইধারে দুই নাড়ানি দিয়া
ব-কে-ন দাদা-
এ্যাত দৌড়ান্ দৌড়াস্ ক্যান্?
তুই কোনদিন মরবিনা য্যান?


ফাঁকনা দাঁতসব ঢাইকা দিয়া
নিরবে দাদা চোখ বুঝিয়া
সু-ধা-য় দাদা-
মনে রাখিস সর্ব-সদা
হাতিও কিন্তু ডরায় কাদা।