দেখ দে‌খি কি কান্ড !
চন্ডা‌লে ছুঁই‌য়ে‌ছে ব্রাহ্ম‌নের দু‌ধের ভান্ড,
ব্রাহ্মন ভ‌য়ে জ‌ড়োস‌ড়ো হ‌য়ে‌ছে না‌কি পাপ
ছুটিছে বি‌দ্বিগ পাপ ধুই‌তে গঙ্গায় দে‌বে ঝাঁপ,
মানুষ ছা‌ড়ি পূণ্য ধ‌রি‌তে তাহাজ্জ‌তে রা‌তি পোহায়
যোগী ভোগী এক কাতা‌রে ঠাঁই নেয় গি‌য়ে গুহায়,
পূ‌ণ্যের ভা‌ন্ডে শূন্য জ‌মে বে‌ড়িয়া রা‌খি‌লে চা‌রিধার
ভ‌জিয়া মানুষ দে‌খো তা‌তেই অা‌ছে পূ‌ণ্যের অাধার,


পশুর গৃ‌হে পোষ্য খাঁ‌টে বি‌দ্যে বোঝাই স‌বেই
বি‌ত্তের চে‌য়ে চিত্ত শ্রেয় মি‌থ্যে ফ‌লিয়া‌ছে ক‌বেই,
পিশা‌চে ক‌রে জীব‌নের কারবার; জী‌বে ক‌রে হায়!
উত্ত‌মেরা সব ত্রস্ত র‌হিয়া‌ছে কেবলই সা‌রি‌তে দায়,
‌ দান‌বেরা সব ভেং‌চি কা‌টিয়া অট্টহা‌সি হা‌সে
মান‌বে-দান‌বে তফাৎ ঘু‌চি‌লে শ্রেষ্ঠত্ব রয় কি‌সে?
ধরা‌কে বানাই‌বে ফু‌লবা‌গিচা মানু‌ষে মানু‌ষে মি‌শে
পশু‌ত্বে প্রমান পশু দি‌বে স‌র্পের প্রমান বিষে।