যায় দিন যায় ভা‌লো
কাল নি‌য়ে সংশ‌য়ে মন
জা‌তের মে‌য়ে হ‌লেও কা‌লো
সংসার জীব‌নের অমূল্য ধন,


মৌসু‌মের ফল মৌসু‌মে ভা‌লো
অ-‌দি‌নে হয় তা বিস্বাদ
সাচ্চা কথার ঝাঁঝা‌লো অা‌লো
তে‌তো হ‌লেও অতুল্য স্বাদ,


বোকা পুরুষ স্বামী ভা‌লো
বোবা হ‌লে স্ত্রী মঙ্গল
তবু নাহ‌লে শান্তীর অা‌লো
ঘ‌রের চে‌য়ে শ্রেয় জঙ্গল,


সময় থাক‌তে হাঁটা ভা‌লো
সম্বল কিছু রে‌খে খাওয়া
নাম‌লে সন্ধ্যার অাঁধার কা‌লো
দৌ‌ড়েও পাড়ে যা‌বেনা যাওয়া,


অহম নয় বিনয় ভা‌লো
নি‌শি রা‌তে ভা‌লো ব‌ন্দে‌গি
ভা‌লোর ভা‌লো যৌব‌নের অা‌লো
নই‌লে বরবাদ হয় জি‌ন্দেগী,


অাদ‌রের হয় অাধুলী ভা‌লো
সদকার নয় এক বস্তা
জ্বালতে না‌রে চি‌ত্তের অা‌লো
নই‌লে জীবন ব‌ড়ো সস্তা,


ভাই‌য়ের চে‌য়ে বন্ধু ভা‌লো
মিল থা‌কে য‌দি ভাবনার
অ‌ন্যের অাশা দূ‌রে ঠে‌লো
ভাবো যা কিছু অাপনার।