যে ভয়ে যাই সয়ে
নিরবে নিগড়িত রয়ে,
রয়ে অগোচরে
অথৈ সরোবরে
ডুবি-ডুবি পড়েমরে,
যে ভয়ে!


বয়ে যাই....
বোঝা, অ-তোলা
ব্যথা, অ-বলা,
নুয়ে পড়ি ভারে
ত্যাগি অকাতরে,
যে ভয়ে...


দূরে রই....
কাটাই বিভূঁইয়ে
গড়াগড়ি দেই ভূঁ’য়ে,
তিলে তিলে ক্ষয়ে
নীল বিষ খেয়ে
যে ভয়ে!


যে ভয়ে আলো জ্বালিনা
জ্বলুনির ভয়ে নেত্র মেলিনা,
ইচ্ছের আঁধারে,
ছায়া পড়ে পাছে
কারো নীলাকাশে
যে ভয়ে...


রই পরবাসে...
যে ভয়ে!
তবু কেন আছড়ে পড়ে?
দুঃস্বপ্নে তাড়া করে
নিযুত ক্রোশ দূরে,
সেই ভয়ে!