ঐ শীতের শেষে তুমি প্রেয়সীর ঘনঘটা ঘোরের ঝিলিক
প্রাণনাশের হুংকার নাকি মোহ_
নাকি ঐ শিমুল গাছের কুসুম-কলি!
চিত্ত নিধন হাহুতাশ নাকি বঞ্চিত অভিমানী।


এসে গেছো বসন্ত তোমায় বড্ড মিস করি
তুমি হারিয়ে যাওয়া ফুলের পাপড়ি
ব্যোমে ভাসা কাদম্বিনী সারি সারি।
কোন এক ফাগুনে তোমাতে অশেষ চাহনিতে!
বরণ করেছিলাম একরাশ আশার নিঃশ্বাস।
পাব বলে তোমায় ফিরতি বার্তায় এক অফুরন্ত_
অটুট পরশে মুক্ত আকাশ।


উজ্জীবিত সুর গেয়ে যায় কোকিল!
চিত্ত আজ বিহ্বল অভিরতি_
সুরের মূর্ছনায় দুঃখীরা হাসে চেপে যায় যন্ত্রনা
প্রাণে দুলে অস্ফুট প্রীতি।


ঐ দুরন্ত পাখি অন্তর উদাস মনে মন্থর হয়ে
তাকিয়ে  কিংবা থেমে_
গেয়ে যাবে বিষাদ- রয়ে যাবে ফাল্গুন
আসিবে কি বসন্ত আর মরুর বুকে!
আবার শত-কাননে শুভ গগনে চঞ্চল শিহরণে
দুপুরের ঘূর্ণি হাওয়ায়_
বসন্ত চেয়েই যাই মৃত্তিকার বুকে।



লেখা ১৪ ফেব্রুয়ারি ২০২০
রাত   ১১ঃ৫০