খেয়াল করো,যে সব সংখ্যা পূর্ণবর্গ নয়  
তাদের একক স্থানের অংক 'আসাদুতি' হয়।  

যে সংখ্যাটির সর্ব ডানে দুই অথবা তিন,  
অথবা রয় সাত বা আট তাদের চিনে নিন।  

যে সংখ্যাটির সর্বডানে অংক থাকে 'দুই'  
পূর্ণবর্গ সংখ্যা নহে ; হৃদয় দিয়ে ছুঁই।  

যে সংখ্যাটির সর্বডানে অংক থাকে 'তিন'  
পূর্ণ বর্গ সংখ্যা নহে ; হেরি নিত্য দিন।  

যে সংখ্যাটির সর্বডানে অংক থাকে 'সাত'  
পূর্ণ বর্গ সংখ্যা নহে ; বুঝলে তুলো হাত!  

যে সংখ্যাটির সর্বডানে অংক থাকে আট,  
পূর্ণ বর্গ সংখ্যা নহে;  কী আনন্দ পাঠ!  

"আসাদুতি"র মানে বুঝি ছন্দে সুরে গানে  
পূর্ণবর্গ সংখ্যা নহে; কে না বলো  জানে?  

তবুও চাই  উদাহরণ অনেক সহজ করে
"পূর্ণ বর্গ সংখ্যা নহে" -এটা বুঝার তরে।

কোন ধরনের সংখ্যাগুলো পূর্ণ বর্গ নয়
দেখা মাত্রই বলতে পারা চমৎকার বিষয়।


যেমন ধরো, একশ বাইশ, কিংবা বাইশ, বারো,  
পূর্ণ বর্গ সংখ্যা নহে; সবাই বলতে পারো।  

আবার ধরো, একশ তেইশ,কিংবা তেইশ, তেরো  
একশ সাতাশ,একশ আটাশ, আঠারো, সতেরো।  

উপরোক্ত সংখ্যাগুলোর একক স্থানের মান  
আসাদুতি'র ছোঁয়া পেয়ে গায় অবর্গের গান।  

সংখ্যা যতই হোক না বড়,  নেই তো কোনো ভয়
আসাদুতি',র ম্যাজিক দিয়ে করতে পারো জয়।

যদি বলি  'সাতশ কোটি বারো লক্ষ আট'
পূর্ণ বর্গ সংখ্যা নহে ; কত সহজ  পাঠ!

সবাই তখন বলবে হেসে মোদের হাসান স্যার
ছন্দ সুরে গণিত শেখায় ; মন কাড়ে না কার?

স্যারের মুখে হাসির রেখা বলে নীরব সুরে
এই জীবনের  গণিত শেখো বিশ্ব জগত জুড়ে।